Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩ দিন পর ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৬:২৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৬:৪৭

কাজির হাট তেলপাম্পের সামনে আরিফুলের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের তিন দিন পর ইমরান (২৭) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার কাজির হাট তেলপাম্পের সামনে আরিফুলের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি কেরালকাতা ইউনিয়নের ছদর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার পর থেকে ইমরানের খোঁজ মিলছিল না। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। বুধবার সকালে ঘেরের পানিতে ভাসমান মরদেহটি প্রথমে চেনা যায়নি। পরে মরদেহের কাছে থাকা আইডি কার্ড ও মানিব্যাগ দেখে শনাক্ত করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, “ঘেরের পানিতে মরদেহটি উপুড় হয়ে ভেসে ছিল। অন্তত দুই থেকে তিন দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ফুলে গেছে এবং আংশিক গলে গেছে।”

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সারাবাংলা/এমপি

অজ্ঞাত মরদেহ নিখোঁজ মরদেহ

বিজ্ঞাপন

এবার ২২৫ কর পরিদর্শককে বদলি
২৭ আগস্ট ২০২৫ ২২:০০

আরো

সম্পর্কিত খবর