Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৬:৫০

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য ফরহাদ হোসেন পাপ্পু (২৮) গ্রেফতার। 

কুষ্টিয়া: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা শাখার সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য ফরহাদ হোসেন পাপ্পুকে (২৮) থানা পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে তাকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ছাত্রলীগ নেতা পাপ্পু কুমারখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার মতি মিয়ার ছেলে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে রাজধানী ঢাকায় বিশেষ অভিযান চালিয়ে ফরহাদ হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর