Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ১৫:৪১

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আফানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ কাউসার (৪৫) মারা গেছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে কুমিল্লা থেকে চৌমুহনীতে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে কুমিল্লা থেকে চৌমুহনীর উদ্দেশ্যে যাচ্ছিল একটি প্রাইভেটকার। আফানিয়া এলাকায় পৌঁছালে এটি সামনে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ধাক্কায় অটোরিকশাটি উলটে যায় এবং পথচারী কাউসারের ওপর পড়ে। দুর্ঘটনায় প্রাইভেটকার ও অটোরিকশার চালক আহত হয়েছেন।

পরে স্থানীয়রা কাউসারকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশার চালক চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

প্রাইভেটকারটি দুর্ঘটনার পর সড়কের পাশে খালে পড়ে যায় এবং চালক দ্রুত পালিয়ে যান। পরে খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ গাড়িটি জব্দ করেছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর