Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তায় গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৫ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৭

লালমনিরহাট: লমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মুহিদ মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনামের ছেলে। তিনি সম্প্রতি চীন থেকে অনার্স শেষ করে দেশে ফেরেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে চার বন্ধুসহ নদীতে গোসল করতে নেমেন মুহিদ। গোসল শেষে তার তিন বন্ধু নিরাপদে উঠলেও মুহিদ স্রোতের টানে তলিয়ে যান। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।

বিজ্ঞাপন

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন, তবে দীর্ঘক্ষণ তৎপরতার পরও মুহিদকে উদ্ধার করতে পারেননি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিস কন্ট্রোলের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার আতাউর রহমান জানান, রংপুরের ডুবুরি দলের সঙ্গে একসাথে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে বিকেল ৪টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

সারাবাংলা/এমপি

উদ্ধার অভিযান কলেজছাত্র গোসল তিস্তা নদী নিখোঁজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর