ফরিদপুর: ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ৪ ঘণ্টা অবরোধের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তা প্রত্যাহার করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে বিক্ষুব্ধ জনতা। এতে দক্ষিণবঙ্গমুখী যানবাহন আটকে যায়, সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের দাবির প্রতি সহমত জানান। তিনি জানান, বিষয়টি ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনে আবারও অনুরোধ জানানো হবে। এসময় তিনি জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।
এরপর এলাকাবাসী তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন। দুপুর সোয়া ১২টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং সাড়ে ১২টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে। কোথাও সহিংসতা বা আইনশৃঙ্খলার অবনতির ঘটনা ঘটেনি।