Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৭

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন।

নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ট্রান্সফরমারে এ আগুন লাগে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, ১৩২-৩৩ কেভির একটি ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুরো ট্রান্সফরমারটি পুড়ে যায়।

আব্দুল শহিদ আরও বলেন, ‘প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডের কারণে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পলাশ উপজেলা ও পাশের কালীগঞ্জ বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আমিরুল মোমেনিনকে ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে পরবর্তীতে কথা বলার অনুরোধ করেন।

সারাবাংলা/এমপি

আগুন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর