Thursday 09 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে আটক ১৮ বাংলাদেশিকে সাতক্ষীরায় বিজিবির কাছে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৫ ১৩:৫২

বাংলাদেশ-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: ভারতে আটক নারী ও শিশুসহ আরও ১৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে রাত ৯টার দিকে তাদের সাতক্ষীরা সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ টহল দল তাদের আটক করে। পরে বিএসএফের হাকিমপুর ক্যাম্প কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরা বিজিবির তলুইগাছা সীমান্তচৌকির নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

হস্তান্তরকৃত বাংলাদেশিদের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর, খুলনা ও আশপাশের বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, হস্তান্তরকৃত নাগরিকদের পরিচয় যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সকালে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এমপি

বিএসএফ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর