Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় বাসের চাপায় কলেজ ছাত্র নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৫ ১৮:১৯ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৯:৪৩

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন দফতর সংলগ্ন বিজিবি হাসপাতালের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়েছে।

নিহত মাহফুজুর রহমান (২৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গুরুতর আহত তুহিন (২২) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির খান পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মারা যান এবং তিনজন আহত হন। পরে আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের পরিচালক লে. কর্নেল ডা. মোহাম্মদ ইয়াছিন জানান, বাসটি মোটরসাইকেল ছাড়াও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে আরও ৩–৪ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমপি

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর