Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ০৯:০২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১১:৩৩

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।শনিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌচ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটে সাময়িকভাবে সব ফেরি চলাচল বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে দৌলতদিয়া প্রান্তে ফেরিপারের অপেক্ষায় কয়েকশ’ যানবাহন আটকা পড়ে।

ফেরিঘাটে অপেক্ষমাণ যাত্রী মো. সোহেল মিয়া বলেন, ‘আমাদের সকাল ১০টার দিকে ঢাকা যাওয়ার কথা ছিল। ভোরে রাজবাড়ী থেকে রওনা দিয়েছিলাম। কিন্তু কুয়াশার কারণে ফেরিঘাটে আটকা পড়ি। পরে ফেরি চলাচল স্বাভাবিক হলে আমরা সিরিয়ালে উঠেছি।’

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল সাড়ে ৭টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।’

সারাবাংলা/এমপি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)