Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে ইবি শিক্ষার্থীদের ‘ব্লকেড’ কর্মসূচি

ইবি করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১৮:০৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:০৩

মহাসড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

ইবি: কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত মহাসড়ক সংস্কারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে দুপুর ৩টা থেকে শুরু হওয়া অবরোধকালে শিক্ষার্থীরা স্লোগান প্রদান করেন এবং রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তাদের দাবি উপস্থাপন করেন। এতে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

দুপুর ৩টা থেকে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধকালে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে নানা স্লোগান দেয়। এছাড়া রাস্তার মাঝখানে ক্রিকেট খেলতেও দেখা যায়। এ সময় রাস্তার উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাস্তা অবরোধের এক ঘন্টা পর বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের আশ্বাসে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করি; সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। এখানকার দুর্ঘটনায় আমাদের একজন ভাইকে হারিয়েছি— আর কাউকে হারাতে চাই না। বহুবার সংস্কারের প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু বাস্তবায়ন হয়নি। তাই আর আশ্বাস নয়, দ্রুত কাজ চাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এস.এম. সুইট জানান, প্রশাসন যেকোনও আশ্বাস পূরণ না করলে আগামী এক সপ্তাহের মধ্যে তারা শিক্ষার্থীদের নিয়ে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সামনে ঘেরাও কর্মসূচি ঘোষণা করবেন।