Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৪:০০

২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০।

ফরিদপুর: ফরিদপুরে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১০। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের মুন্সিবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মানিকছড়ি গ্রামের বাত্ত্যা চাকমা (৪০), বাদী চাকমা (৪২), দক্ক চাকমা (৪৫) ও সপ্না দেবী চাকমা (৩৫)।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে একটি টিম চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছিল। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বি এম লাইন পরিবহনের একটি বাস থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদকসহ চার আসামিকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর