পটুয়াখালী: পটুয়াখালীর মহিপুর মৎস্যবন্দরে একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ২০ জন অসুস্থ হয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গাজী আইস প্ল্যান্টে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বরফ কলের বাইরের একটি কর্নেসার পাইপ লিকেজ হলে মুহূর্তেই আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বরফ কলের আশপাশে থাকা লোকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বরফ কলের ভেতরে শ্বাসকষ্টে আক্রান্ত ৫ জেলেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন বলেন, ‘অ্যামোনিয়া একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ গ্যাস। ছড়িয়ে পড়ার পর আমরা দ্রুত অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। এর আগেও এলাকায় আরও কয়েকটি বরফ কলে এ ধরনের ঘটনা ঘটেছে।’