Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ডুবে যাওয়া বলগেট তুলতে গিয়ে ২ শ্রমিক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১২:৩৮

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডুবে যাওয়া একটি বলগেট তুলতে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাহেবের ঘাট সেতুর নিচে ছোট ফেনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— ডুবুরির সহকারী মো. রাসেল (৩৭) ও সারেং মো. সোহেল (৩৫)। তারা ফেনী ও খুলনা জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে সাহেবের ঘাট সেতুর নিচে একটি বালুবাহী বলগেট ডুবে যায়। এরপর মালিকপক্ষ একাধিকবার সেটি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। বুধবার রাতে বড় দুটি পল্টুন ব্যবহার করে আবারও উদ্ধারের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে পল্টুনের চেইন ছিঁড়ে গিয়ে রাসেল ও সোহেলের ওপর আঘাত লাগে। এতে রাসেলের ডান হাত ছিঁড়ে নদীতে পড়ে যায়, মাথায় মারাত্মক জখম হয় এবং দুই পা ভেঙে যায়। সোহেলেরও দুই পা গুরুতরভাবে ভেঙে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, বলগেট মালিক ও সংশ্লিষ্টদের অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা অহিদ দাবি করেন, ‘এটি সংবাদ হওয়ার মতো কোনো বিষয় না।’

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তিশা ভট্টাচার্য বলেন, ‘রাতে স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে একাধিকবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর