Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ছাত্রলীগ নেতা সাগর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১৬:০০

জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগর।

মুন্সিগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি, মুন্সিগঞ্জ শহর ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর ও দুপুরে আদালতে পাঠানো হয়।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবীর বলেন, ‘গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সাগর দেশ ত্যাগ করেন। পরবর্তীতে কোরিয়ায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়ে ফেরত আসেন। সম্প্রতি গোপনে দেশে ফিরে ঢাকায় অবস্থান করছিলেন। এক মাসের নজরদারির পর ডিবি তাকে ডেমরা থেকে গ্রেফতার করে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সমর্থনে মুন্সিগঞ্জে কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমাবেশ করলে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। পালটা প্রতিরোধে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন উত্তর ইসলামপুর এলাকার সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও ডিপজল। আহত হন শতাধিক মানুষ। ঘটনার পর তিনটি হত্যা মামলা ও একাধিক হামলা ও বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয় সাজ্জাত হোসেন সাগরকে।’

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার দুপুরে সাগরকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অগ্রগতি ও অন্যান্য আসামি শনাক্তে রিমান্ড আবেদন করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর