Tuesday 28 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মার চরে জমি দখল নিয়ে বন্দুকযুদ্ধ, নিহত বেড়ে ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৫ ১৪:০৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৫:৩৬

জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর উপজেলার সংযোগস্থল পদ্মার চরে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে পদ্মা নদী থেকে লিটন (৩৫) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা নতুনহাট এলাকার জামিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পদ্মাচরে কাঁকন ও মণ্ডল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আজ সকালে নদীতে আরও একজনের মরদেহ ভাসতে দেখা গেলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

ঈশ্বরদী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, “সকালে নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি কাঁকন বা মণ্ডল বাহিনীর সদস্য।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আমান ও নাজমুল নামে দুজন নিহত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর