Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে সড়ক অবরোধ

লোকাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৯:৫৪

শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ মানববন্ধন ও সড়ক অবরোধ।

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী অবরোধে শত শত শিক্ষার্থী অংশ নেন। তারা হাতে ফেস্টুন-প্ল্যাকার্ড তুলে শিক্ষক আব্দুল আলিমের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শেষে বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। তবে সম্প্রতি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই তিনি পুনরায় বিদ্যালয়ে যোগ দেন। এতে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং বিক্ষোভে নামে।

বিজ্ঞাপন

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘একজন শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকস্বরূপ। তার কাছ থেকে এমন অনৈতিক আচরণ অগ্রহণযোগ্য ও লজ্জাজনক। আমরা তার স্থায়ী বহিষ্কার ও আইনি শাস্তি চাই।’

খবর পেয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সড়ক অবরোধ তুলে নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর