চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মানের সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজে। জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে গঠনমূলক ভূমিকা রাখেন, তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’
তিনি আরও বলেন, ‘প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে।’
সভায় সাংবাদিক প্রতিনিধিরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা ও গণসেবার মানোন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করেন। জেলা প্রশাসক সেসব বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনাদের সহযোগিতা ও গঠনমূলক সমালোচনাই আমাদের কাজের শক্তি জোগাবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’