Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৪

খুলনা: খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সামনে ঘটে।

আহতরা হলেন, শান্ত শেখ (৩৭), শাহাজাদা আলমগীর (৪১), মেহেদী হাসান বুলু (৩৮), জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) ও ইমরান শেখ (৩০)। আহতদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দলীয় মনোনয়ন প্রত্যাশায় খুলনা-৪ আসনে বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক পৃথকভাবে গণসংযোগ করছিলেন। পারভেজ মল্লিকের কাজদিয়া বাজারে আসার খবর পেয়ে শান্ত শেখের নেতৃত্বে তার অনুসারীরা অবস্থান করছিলেন। তখন প্রতিপক্ষ গ্রুপের কিছু সদস্য তাদের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে মোতায়েন আছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর