Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে থামানো ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ০৮:২২

বরিশাল: বরিশাল–কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে থামানো গাছবোঝাই একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী সিএনজির ধাক্কায় আব্দুর রহমান (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বাকেরগঞ্জের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা রামনগর গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা সিএনজিটি মহাসড়কে থামানো গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন। আহত দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, আব্দুর রহমান বরিশালের লংকা-বাংলা ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো অফিস শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

মহাসড়ক পুলিশের লেবুখালী ক্যাম্প ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, ‘বরিশাল থেকে আসা সিএনজিটি খেজুরতলায় অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।’

তিনি আরও জানান, নিহতের মরদেহ ও সিএনজিটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর