Friday 31 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ট্রাকের সঙ্গে সিএনজির ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৫ ০৯:১৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:৩৫

নেত্রকোনা: নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে বালুভর্তি একটি বিকল ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-২০-৪৫০৫) মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা অন্ধকারে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহিদ মিয়া (৪২)। আহতদের মধ্যে শহিদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) রয়েছেন।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মো. শহিদ মিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

নিউইয়র্কে বন্যায় ২ জনের মৃত্যু
৩১ অক্টোবর ২০২৫ ১৪:৩০

আরো

সম্পর্কিত খবর