Wednesday 12 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৫ ১৩:৩০ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ১৪:০৫

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ।

গাজীপুর: নির্বাচনি আসন পুনর্বিন্যাসের খসড়ায় সদর উপজেলার অংশ বাদ যাওয়ার প্রতিবাদে গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে হাজারো মানুষ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা “গাজীপুর–৬ আসন চাই, জনগণের অধিকার চাই” স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী ও বিপরীতমুখী যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী যানবাহনগুলো দীর্ঘ যানজটে আটকা পড়ে।

স্থানীয়রা জানান, নতুন আসন পুনর্বিন্যাসের খসড়ায় গাজীপুর সদর উপজেলা ও টঙ্গীর কিছু অংশ অন্য আসনে যুক্ত করা হচ্ছে। তারা এ প্রস্তাবকে ‘অন্যায় ও অগ্রহণযোগ্য’ বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন

এলাকাবাসীর অভিযোগ, ‘এভাবে আসন পরিবর্তন করা হলে এলাকার উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা ও স্থানীয় রাজনীতিতে বিভ্রান্তি তৈরি হবে।’

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় সমাজসেবক নূরুল ইসলাম বলেন, ‘গাজীপুর–৬ আসন আমাদের ঐতিহ্য ও জনগণের পরিচয়ের অংশ। এই আসন বিলুপ্ত করা হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর