কুমিল্লা: জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের রাষ্ট্রীয় আইনি স্বীকৃতি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে জুলাই ঐক্যমঞ্চ, কুমিল্লা শাখার আয়োজনে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী গণহত্যা দেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় এবং তার বিচার এখনও সম্পূর্ণ হয়নি। তাই সরকারের প্রতি দ্রুত বিচার কার্যক্রম শুরু করার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে প্রণীত “জুলাই সনদ” জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ। এটি রাষ্ট্রীয়ভাবে আইনি স্বীকৃতি দিলে জাতীয় ঐক্য ও গণতন্ত্র আরও সুদৃঢ় হবে।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা, বিশৃঙ্খলা ও ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই প্রশাসনের প্রতি কঠোর ও নিরপেক্ষ ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যমঞ্চ, কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান সভাপতিত্ব করেন।