বরিশাল: ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার একটি খাল থেকে দুলাল খান (৬০) নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়রা খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহত দুলাল খান সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, দুলাল পেশায় সবজি বিক্রেতা ছিলেন। প্রতিদিন নৌকাযোগে সবজি এনে ঝালকাঠি শহরে বিক্রি করতেন। গত ১৬ নভেম্বর শহরে সবজি বিক্রি শেষে নৌকাযোগে বাড়ি ফেরার সময় বাদামতলা খেয়াঘাট এলাকায় হঠাৎ নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।’