Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে ২ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৫:৪৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৬:৫২

নোয়াখালী: নোয়াখালীতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোয়াখালী ও সেনবাগ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও সাবেক ব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর (৪৪)-এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুদক পৃথক দুটি মামলা করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালীর উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী ও সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। অভিযুক্ত আলমগীর চট্টগ্রামের বোয়ালখালী থানার গোমদন্ডী এলাকার নুর উল্লার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আলমগীর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ শাখায় ২০১৫ থেকে ২০২০ সাল এবং পরে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দ্বিতীয় মেয়াদে কর্মরত থাকা অবস্থায় ৮৯টি ভুয়া ঋণ দেখিয়ে প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

বিজ্ঞাপন

অপরদিকে, তিনি ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত এবং ২০২০ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত নোয়াখালী শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপকের দায়িত্ব পালনকালে ৩ জন ভুয়া ঋণগ্রহীতার মাধ্যমে ২১ লাখ ৪০ হাজার টাকা সহ প্রাথমিকভাবে প্রায় ৬ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন।

সরকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান জানান, গত ২০ অক্টোবর দুদকের নোয়াখালী দলের একটি টিম ওই দুটি শাখায় অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে। এরপর দুদক প্রধান কার্যালয় প্রতিবেদন পাঠানোর ভিত্তিতে অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে আজ আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর