Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৫

রাজবাড়ী: নির্বাচনি প্রচারণা, পল্লবীতে যুবদল নেতা হত্যা, বালিয়াকান্দিতে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মিছিল করেছে রাজবাড়ী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট শহিদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জিয়া সৈনিক দলের জেলা সভাপতি মহব্বত হোসেন খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন এবং সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্যারিস হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই রায় দ্রুত কার্যকর করতে হবে।

তারা আরও বলেন, গতকাল ঢাকার পল্লবীতে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ছাড়া বালিয়াকান্দিতে বিএনপির এক নেতার কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে—এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা সংশ্লিষ্ট নেতাকে অবিলম্বে বহিষ্কার করার দাবি জানান।

একই সঙ্গে গোয়ালন্দ মোড়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা।

বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে যারা ধানের শীষ প্রতীক পাবেন—তাদের পক্ষে কাজ করার ঘোষণা দেন নেতারা। ধানের শীষকে জয়ী করতে দলীয় নেতাকর্মীরা মাঠে থাকবেন বলেও জানান তারা।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর