সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে বাজারের জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের লোকজনের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধারচর গ্রামের পাশে ইসলামগঞ্জ নামে একটি বাজার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারের জমি নিয়ে ওই গ্রামের আব্দুল হকের সঙ্গে বাজার কমিটির বিরোধ চলমান। গতকাল মঙ্গলবার বাজারের জমি মাপজোক করা হয়। এ সময় নানশ্রী গ্রামের চান্দ আলীর সঙ্গে আব্দুল হকের কথা–কাটাকাটি হয়। এর জের ধরে আজ সকালে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
চরমহল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন জানান, ইসলামগঞ্জ বাজারের জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। মঙ্গলবারের কথাকাটাকাটির জের ধরে বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন বলে তিনি জানান।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরেই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।’