ঠাকুরগাঁও: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বলেছেন, ঢাকায় যেসব সুযোগ-সুবিধা আছে, সেগুলো দেশের অন্য জেলায় নেই। ঢাকায় বসে যে বাংলাদেশ দেখা যায়, প্রকৃত অবস্থা তা নয়। ক্রিকেট বিকাশে ঢাকার বাইরে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে এজ গ্রুপ ক্রিকেট ডেভেলপমেন্ট ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসিফ আকবর বলেন, ‘৮৭ থেকে ৯২ সালের মধ্যে মাঠপর্যায়ের অবস্থান ছিল ভালো, বোর্ড দুর্বল ছিল। এখন বোর্ড শক্তিশালী, কিন্তু মাঠপর্যায়ের অবস্থা খারাপ— মিজ ম্যানেজমেন্টই এ অবস্থার জন্য দায়ী। এখানকার খবর ঢাকায় পৌঁছায় না, কেউ পৌঁছায়ও না। নতুন বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন— এজন্য মাঠপর্যায়ের বাস্তবতা জানতে হবে।’
ঠাকুরগাঁও স্টেডিয়ামকে প্রশংসা করে তিনি বলেন, ‘এটি একটি ওয়েল অর্গানাইজড ও ডেডিকেটেড ক্রিকেট স্টেডিয়াম। সামনে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টে সাড়ে পাঁচশ স্কুল অংশ নেবে। আমরা ডিসেন্ট্রালাইজেশনের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দিতে ফুটবল, মাদ্রাসা ক্রিকেট ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে যুক্ত করে তৃণমূল থেকে পরিকল্পিত উন্নয়ন করতে হবে।’
তিনি জানান, তৃণমূলে সুবিধা, লজিস্টিক সাপোর্ট ও ডেভেলপমেন্ট প্লানিং নিশ্চিত করতে বোর্ড কাজ করবে।
তিনি বলেন, ‘লাকিলি, টুর্নামেন্ট কমিটির আমরা দু’জনই চট্টগ্রাম থেকে এসেছি—আমাদের হাতে অনেক ক্ষমতা আছে, প্রয়োজনে আমাদের ব্যবহার করতে পারেন।’
ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের বাচ্চারা খেলতে চায়, অভিভাবকরাও চান তারা খেলুক। খেলাধুলা তাদের সুস্থ রাখবে, মননশীলতার বিকাশ ঘটাবে, কিশোর গ্যাং থেকে দূরে রাখবে, মাদক থেকে রক্ষা করবে— রাষ্ট্রের জন্য তারা সম্পদ হবে।’
ঠাকুরগাঁও স্টেডিয়ামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘ড্রেসিং রুমের কাজ দ্রুত শুরু হবে। বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম আমরা গুরুত্বসহকারে নিচ্ছি। পিচ কভারও করে দেওয়া হবে। বোর্ডে গিয়ে বলবো— রংপুর ডিভিশনে টুর্নামেন্টের জন্য ঠাকুরগাঁও স্টেডিয়ামকে ডেডিকেট করা হোক।’
অনুষ্ঠানে বিসিবি পরিচালক হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, বিসিবির অ্যাম্পায়ার শাকিরসহ স্থানীয় ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।