Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ০৯:১১

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা পুনর্বিবেচনা করে দলটির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল ও সড়ক অবরোধ করেছে দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ করে সোহরাব উদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন তারা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর রাত ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধকারীরা অভিযোগ করেন, কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন পুনর্বিবেচনা না করলে বিএনপি এই আসনে বড় ধরনের ভরাডুবির মুখে পড়তে পারে। তাদের দাবি—দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে। সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে। এরপর থেকেই কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের আন্দোলন-বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর