Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ০৯:৩১

পটুয়াখালী: দুমকীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবায়ের (২০) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত পৌনে ৭টার দিকে মাদরাসা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যুবায়ের রাজবাড়ীর পাংশা উপজেলার কালাম বিশ্বাসের ছেলে। তার বাবা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। তিনি বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, সন্ধ্যায় যুবায়ের মোটরসাইকেলযোগে উপজেলার পাগলা এলাকা থেকে দুমকীর দিকে আসছিলেন। পথিমধ্যে মাদরাসা ব্রিজ এলাকায় লোহার পাইপ বহনকারী একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুমকী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মোটরসাইকেলে থাকা আরও একজন আহত যুবক জিহাদ (২০) কে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকী থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর