Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে বিদ্যুতায়িত হয়ে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৪:০৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৪:১৬

প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিদ্যুতায়িত হয়ে আহত হয়ে মো. এনামুল হক (২৫) নামে ছাত্রদলের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কবিরহাট বাজারে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

নিহত এনামুল হক কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে। তিনি একই ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

নিহতের চাচাতো ভাই মামুন জানান, রাজনীতির পাশাপাশি এনামুল থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে এনামুলের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনসহ দলীয় নেতারা।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আখতার গ্রুপে চাকরির সুযোগ
২২ নভেম্বর ২০২৫ ১৪:০৯

আরো

সম্পর্কিত খবর