Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির দু’পক্ষের ধাওয়া–পালটা ধাওয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৯:৫২

বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও মনোনয়ন পাওয়া প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া–পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।

নোয়াখালী: নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও মনোনয়ন পাওয়া প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া–পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওছখালী বাজারের জিরো পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাপরবর্তী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল থেকে জিরো পয়েন্টের এক পাশে জড়ো হন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিমের সমর্থকরা। একই সময়ে অপর পাশে অবস্থান নেন বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সমর্থকরা। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া–পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

বিজ্ঞাপন

পরে প্রকৌশলী ফজলুল আজিমের সমর্থকরা মাহবুবের রহমান শামীমের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেন। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

মাহবুবের রহমান শামীমের নির্বাচনী প্রচারণার দায়িত্বে থাকা হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, ‘দুপুরের পর থেকে ধানের শীষের প্রচারণা করছিলাম। সন্ধ্যায় আমাদের লোকজন জিরো পয়েন্টে গেলে ফজলুল আজিমের লোকজন উসকানিমূলক স্লোগান দিয়ে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়। পরে তারা বাজারে ককটেল বিস্ফোরণ করে।’

অন্যদিকে প্রকৌশলী ফজলুল আজিমের পক্ষের নির্বাচনী দায়িত্বে থাকা পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো বলেন, ‘মশাল মিছিলের প্রস্তুতির সময় শামীমের সমর্থকরা হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে আমরা পুনরায় একত্রিত হয়ে বিক্ষোভ ও মশাল মিছিল করি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর