Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৫:১৪

গাজীপুরে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ।

গাজীপুর: গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তায়ালা সম্পর্কে ‘অবমাননাকর মন্তব্য’ করার অভিযোগে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর ২৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের তৌহিদী জনতা বিপুল সংখ্যায় জমায়েত হয়ে মিছিল বের করেন। স্থানীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি পোড়াবাড়ি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা এসময় আবুল সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর কথিত ‘ধর্মীয় অবমাননার’ কঠোর বিচার দাবি করেন। বক্তারা বলেন, কোনো শিল্পী বা সামাজিক ব্যক্তিত্বের পক্ষে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কখনোই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে বলে তারা মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। সমাবেশে উপস্থিত তৌহিদী জনতা সরকারের কাছে আবুল সরকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিজ্ঞাপন

শীতে বাড়ছে রোগ ও রোগী [ছবি]
১৩ জানুয়ারি ২০২৬ ০০:১২

আরো

সম্পর্কিত খবর