Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গোপসাগর থেকে লাইটার জাহাজে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ০৯:৫৫

পটুয়াখালী: বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে কয়লাবাহী লাইটার জাহাজ এমভি কেএসএল গ্লাডিটর-এ হঠাৎ লাফিয়ে লাফিয়ে উঠে আসলো বিপুল পরিমাণ ইলিশ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সাগর থেকে জাহাজের ডেকে উঠে আসে প্রায় ৩ মণ ইলিশ। পরে বেশিরভাগ মাছই আবার লাফিয়ে সাগরে ফিরে গেলেও শ্রমিকরা সেই পরিমাণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন।

১০ সেকেন্ডের ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে এ ঘটনাটি ঘটে।

জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা কয়লাবাহী জাহাজ নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। জীবনে কখনো এমন অবিশ্বাস্য দৃশ্য দেখিনি।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর