Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করে গুড় তৈরি, অভিযানে ১০০ মণ ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১০:০৬

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার কাচারি পাড়া গ্রামের কামুর দোজালি গুড় কারখানায় অভিযান চালিয়ে ১০০ মণের বেশি ভেজাল গুড় ধ্বংস করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে নিরাপদ খাদ্য আইনে সামারি ট্রায়ালের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে চিনি, পুরোনো পচা গুড় ও নিষিদ্ধ হাইড্রোজ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। কারখানার পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। কাঁচামাল গুদাম থেকে বিপজ্জনক উপকরণ—ফিটকিরি, ইউরিয়া এবং সালফার-ম্যাগনেশিয়াম সারের উপস্থিতি পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ সময় ১০০ মণের বেশি পচা গুড়, ১ বস্তা ইউরিয়া, ২০ কেজি সালফার-ম্যাগনেশিয়াম সার, আনুমানিক ২০ কেজি হাইড্রোজ এবং ২০ কেজি ফিটকিরি ধ্বংস করা হয়। পাশাপাশি গুড় তৈরিতে ব্যবহৃত ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়।

কারখানার মালিক উপস্থিত না থাকায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩ ও ২৫ ধারায় বিশুদ্ধ খাদ্য আদালত, রাজবাড়ীতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, পাংশা উপজেলা খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান, বিএফএসএ জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী মো. আবু সাইদ আলামিন, বিশুদ্ধ খাদ্য আদালতের স্টেনোগ্রাফার তোফাজ্জল হোসেনসহ পুলিশ ও আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর