Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে ৮টি কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্ত নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১১:০৬

ঈশ্বরদীতে ৮টি কুকুরছানা হত্যার ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পাবনা: পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযুক্ত সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি রহমানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জানান, মামলাটি প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ধারা ৭ অনুযায়ী রুজু করা হয়েছে। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন-এর স্ত্রী নিশি রহমানকে একমাত্র আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার পরপরই পুলিশ অভিযান চালায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, রাত দেড়টার দিকে পৌরসদরের রহিমপুর গার্লস স্কুলের পাশের জনৈক বিদ্যুত এন বাসার চারতলার একটি ফ্ল্যাট থেকে নিশিকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ফোন করে এটিকে অমানবিক ঘটনা উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।’

তিনি আরও জানান, মহাপরিচালকও তার পক্ষে মামলা করতে নির্দেশ দিয়েছেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসার একটি কোণায় দীর্ঘদিন ধরে ‘টম’ নামের একটি কুকুর থাকত। এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা দেয়। সোমবার সকাল থেকে ছানাগুলো না পেয়ে টমকে ছুটোছুটি ও কান্নাকাটি করতে দেখা যায়।

পরে জানা যায়, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি রহমান রবিবার গভীর রাতে জীবন্ত ছানাগুলোকে বস্তায় ভরে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। পরদিন সকালে পুকুর থেকে কুকুরছানাগুলোর মরদেহ উদ্ধার করা হয় এবং দুপুরে ইউএনওর বাসভবনের পাশে মাটি চাপা দেওয়া হয়।

ঘটনার পর সোমবার (১ ডিসেম্বর) ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে গেজেটেড কোয়ার্টার ছাড়তে লিখিত নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার বিকেলেই তারা বাসা খালি করে অন্যত্র চলে যান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর