খুলনা: খুলনা-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূনঃবিবেচনার দাবী জানিয়েছে স্থানীয় নেতা কর্মীরা। শনিবার (৬ ডিসেম্বর) এ দাবীতে বিকালে গনমিছিল ও সমাবেশ করেছে তারা। সাচিবুনিয়া বিশ্ব রোড মোড় থেকে শুরু হয়ে মিছিলটি জিরো পয়েন্ট এ যেয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এর আগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে সামনের সারিতে থাকা জিয়াউর রহমান পাপুল দাকোপ-বটিয়াঘাটায় একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি এরইমধ্যে এ এলাকার সাধারণ মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন এবং সনাতন সম্প্রদায়ের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছেন।
বক্তারা বিএনপির কাছে আহ্বান জানিয়ে বলেন, খুলনা-১ আসনে দলের মনোনয়ন পুনঃবিবেচনা করে যোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনায় জিয়াউর রহমান পাপুলকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাফুর রহমান পাইলট, বটিঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামসহ আরও অনেকে।