Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিষ মিশিয়ে ঘুঘু ও কবুতর হত্যার ঘটনায় বন বিভাগের জিডি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৫২

মৃত ঘুঘু ও কবুতর

সাতক্ষীরা: তালা উপজেলায় সরিষা ক্ষেতে বিষ মেশানো বীজ ছিটিয়ে ঘুঘু ও কবুতর হত্যার ঘটনায় খুলনা বন বিভাগ অভিযুক্তের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সরিষা ক্ষেতে বিষ মেশানো বীজ ছিটানোর ফলে ঘুঘু ও কবুতর পাখির দল তা খেয়ে বিষক্রিয়ায় মারা যায়। ঘটনাটি জানার পর খুলনা বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্তে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

খুলনা বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় বন্যপ্রাণী হত্যা, শিকার বা ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আজ থানায় জিডি দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

তালা থানার অফিসার ইন চার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, বন বিভাগের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ ঘটনায় স্থানীয় পরিবেশবাদী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বন্যপ্রাণী সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।