Friday 26 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: অ্যাডভেঞ্চার-৯ জব্দ, আটক ৪ কর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৪:০৬

লঞ্চ থেকে চারজনকে আটক করে পুলিশ।

বরিশাল: চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ‘অ্যাডভেঞ্চার-৯’ নামের একটি লঞ্চ জব্দ এবং চার কর্মীকে আটক করেছে ঝালকাঠি পুলিশ।

‎শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঝালকাঠি লঞ্চঘাট থেকে চারজনকে আটক করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

‎জানা গেছে, বিএনপির নেতাকর্মীদের একটি অংশ ঢাকায় দলের জনসভা থেকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে বৃহস্পতিবার রাতে ঝালকাঠি ফিরছিলেন।

আরও পড়ুন- মেঘনায় ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮

বিজ্ঞাপন

এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের একাধিক যাত্রী জানায়, ভোলার দুলারহাট থানার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকামুখী জাকির সম্রাট-৩ লঞ্চটির মাঝ বরাবর ঢাকা থেকে ঝালকাঠিগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়। নদীতে তখন ঘন কুয়াশা ছিল। এ কারণে দিক নির্ণয় করতে না পেরে লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়।

‎চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিনা এলাকায় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় আটজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

‎ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘যেহেতু জানতে পেরেছি, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি প্রথমে ধাক্কা মেরেছে। তাই এটিকে জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর