Sunday 28 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৫০

কুমিল্লা: কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালক ও হেল্পারসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে জেলার চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলায় মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে।

চৌদ্দগ্রাম হাইওয়ে থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক মোহাম্মদ আজিজ ও হেল্পার শামীম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আজিজ (৩১) নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং হেল্পার হেল্পার শামীম (২৯) একই জেলার চর জব্বার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

অপরদিকে, একই দিন সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার পাচোরা সিন্দুরিয়া এলাকায় আরেকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ড্রাম রাম ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়।

এ ঘটনায় কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, এ দুটি দুর্ঘটনায় চৌদ্দগ্রাম ও ময়নামতি হাইওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আমরা দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর