রাজবাড়ী: রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষে সিফাত (১২) নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছেন।বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, বিনোদপুরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিফাত ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
প্রাথমিকভাবে জানা গেছে, সিফাত বাড়ির পাশে সংঘর্ষের দৃশ্য দেখতে বের হলে গুলিবিদ্ধ হয়। পরে তার মা স্থানীয়দের সহায়তায় তাকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে চিকিৎসক ডা. নুরুল আজম শিশুটিকে পরীক্ষা করেন এবং সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারকে ডাকেন। দীর্ঘক্ষণের চেষ্টায় শিশুটির জ্ঞান ফেরে।
ডা. রাজীব দে সরকার জানান, গুলি পেটের ওপরের অংশে বক্ষপিঞ্জরের নিচে আঘাত করেছে। শিশুটি হাইপোভলিউমিক শকে ছিল এবং অবিলম্বে চিকিৎসা না হলে মৃত্যুর ঝুঁকি ছিল। দ্রুত রিসাসিটেশন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটি বিপদমুক্ত করা হয়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে অস্ত্রোপচার করে গুলি বের করার পরই শিশুটিকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাবে।
সিফাতের বাবা শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় বাড়ির আশেপাশে ভাঙচুর হয় এবং তার ছেলে গুলিবিদ্ধ হয়। ডাক্তারদের দ্রুত চিকিৎসার জন্য তিনি কৃতজ্ঞ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি বালু মহল নিয়ে দুপক্ষের সংঘর্ষে সময় শিশুটি গুলিবিদ্ধ হয়েছে। রাতেই আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছিলাম। আমাদের অভিযান অব্যহত রয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।