Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিএম কাদের চড়েন ৮৫ লাখ টাকার গাড়ি, বেড়েছে নগদ অর্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৬:১৫ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ১৬:১৬

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের

রংপুর: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের ব্যবহৃত গাড়ির মূল্য ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকা। স্ত্রী শেরীফা চড়েন ৮০ লাখ টাকার গাড়িতে।

দুই বছর আগের দ্বাদশ সংসদ নির্বাচনের তুলনায় তার নগদ টাকা বেড়েছে, যদিও স্ত্রীর টাকা কমেছে। কোনো কৃষিজমি না থাকলেও লালমনিরহাট ও ঢাকায় নিজের ও স্ত্রীর নামে বাড়ি রয়েছে, যার বর্তমান মূল্য দুই কোটি টাকার ওপরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

হলফনামায় পেশা হিসেবে জিএম কাদের নিজেকে রাজনীতিবিদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এবং স্ত্রীকে সংগীতশিল্পী ও ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। তার নগদ টাকা ৬০ লাখ ৩২ হাজার ৪০৫ টাকা, যা দুই বছর আগে ছিল ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকা। স্ত্রীর নগদ টাকা ৪৮ লাখ ৯০ হাজার ৯৩৮ টাকা, যা আগে ছিল ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা। গাড়ির মূল্য দুই বছর আগের হলফনামার মতোই অপরিবর্তিত। কৃষি, বাড়িভাড়া বা ব্যাবসা থেকে কোনো আয় নেই। বিরোধীদলীয় নেতা হিসেবে ভাতা থেকে ২ লাখ ১০ হাজার টাকা, শেয়ার/সঞ্চয়পত্র/ব্যাংক জমা থেকে নিজের ১ লাখ ৯০ হাজার ও স্ত্রীর ৭৯ হাজার ৭৪১ টাকা, এবং স্ত্রীর ব্যাবসা থেকে ৬ লাখ টাকা আয় দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

নিজের নামে সঞ্চয়পত্র/ফিক্সড ডিপোজিট ৪০ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১১ লাখ ৮৩ হাজার ৩৬৮ টাকা। অস্থাবর সম্পদের মূল্য তার ১ কোটি ৯৫ লাখ টাকা এবং স্ত্রীর ১ কোটি ৭২ লাখ টাকা। লালমনিরহাট ও ঢাকায় নিজের বাড়ির মূল্য ১ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা এবং স্ত্রীর ঢাকার বাড়ির মূল্য ৭০ লাখ টাকা। ফৌজদারি মামলা রয়েছে ১২টি, যার তদন্ত চলছে এবং ব্যক্তিগত ঋণ ১২ লাখ টাকা।

জিএম কাদেরের রাজনৈতিক যাত্রা শুরু হয় জাতীয় পার্টিতে। তিনি ২০১৯ সাল থেকে চেয়ারম্যান। প্রয়াত ভাই সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর