Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর ৩টি আসনে বিএনপির একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ২৩:২৭ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ২৩:৩৯

নোয়াখালী: নোয়াখালী জেলায় ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক ও বর্তমান স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হয়েছেন ছয়জন। এর মধ্যে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে স্বামী-স্ত্রী ‍দুজন বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির দলীয় প্রার্থী জয়নুল আবদিন ফারুক ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি নেতা কাজী মফিজুর রহমান ও আবুল কালাম আজাদ। এর মধ্যে কাজী মফিজুর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। এর আগে তিনি সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

অন্যদিকে,স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।

অপরদিকে, জয়নুল আবদিন ফারুক এর আগে পাঁচবার (৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনসহ) এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ছিলেন।

এ ছাড়া নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট ) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন হাসনা জসীম উদ্দীন মওদুদ। তিনি বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য। কোম্পানীগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমানের কাছে মনোনয়ন জমা দেন তিনি। ফখরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। তিনি প্রায় তিন দশক ধরে স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

অপরদিকে, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব এবং বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম ও তার স্ত্রী শামীমা আজিম। সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফজলুল আজিম ও শামীমা আজিমের পক্ষে সমর্থনকারীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৮৮ জন প্রার্থী ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৬২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর