কুমিল্লা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. রেজা হাসান আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহসহ তার সমর্থকরা।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, ‘তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হলেও তা প্রশাসনের পক্ষ থেকে আমলে নেওয়া হয়নি।’ এতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব হলে জনগণের আস্থা ক্ষুণ্ন হবে।’