Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বিএনপি নেতার হত্যার ঘটনায় সীমান্তে নিরাপত্তা জোরদার

লোকাল করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১২:১৮

যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বেনাপোল: যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হওয়ায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাতে এ ঘটনায় আসামিরা বাংলাদেশ থেকে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যেই যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্তে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি ও নজরদারি কার্যক্রম শুরু করেছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া যেখানে কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘মো. আলমগীর হোসেন হত্যার ঘটনায় জড়িত আসামিরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি সীমান্ত পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।’

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর