ফরিদপুর: ফরিদপুর শহরের বাইপাস সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাজী ওলি আহসান (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী মো. তানজির মাহমুদ গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর বাইপাস সড়কের গোয়ালকান্দি জাহিদ মোটরসের সামনে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত কাজী ওলি সদর উপজেলার দেওড়া গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে এবং আহত তানজির ওই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়দের ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে মুন্সি বাজারের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি, যে সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি পার্শ্ব থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজী ওলি আহসানকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং পলাতক গাড়ি শনাক্তের জন্য তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে