Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৫:৫৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৬:৪৯

তিন ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

টাঙ্গাইল: টাঙ্গাইলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, বিক্রয় রশিদ না রাখা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় সদর উপজেলার গড়াসিন বাজারের জামান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, একই উপজেলার কুমুল্লি বাজারের আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং করটিয়া বাজারের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানকালে টাঙ্গাইল সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর