বাগেরহাট: সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পরা বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগ। ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাঘটি উদ্ধার করা হয়। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) শিকারিদের ফাঁদে আটকে পড়ে বাঘটি।
তিনি জানান, বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেনারি সার্জন আনা হয়। তিনি ঘটনাস্থলে দুপুরে পৌঁছালে বাঘটি উদ্ধারের অভিযান শুরু হয়। পরে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে বাঘটিতে অচেতন করা হয়। অচেতন হলে বাঘটিকে ফাঁদ থেকে ছাড়ানো হয়।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, কয়েকদিন বন্দি থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছে, তাই বাঘটি খুলনায় পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, সুন্দরবনের সরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে চোরা শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে শুক্রবার বাঘটি আটকে পড়ে।
এ প্রসঙ্গে সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নুর আলম শেখ বলেন, ‘বন্যপ্রাণী যারা হত্যা করে তাদেরকে আইনের আওতায় না আনায় সুন্দরবনে বন্যপ্রাণী হত্যার প্রবনতা দিন দিন বাড়ছে। ফাঁদে আটকা পড়া বাঘের ঘটনায় তাই প্রমাণ করে।’ সুন্দরবন জুড়ে বন্যপ্রাণীকে সুরক্ষা দিতে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের আরও সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।