Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-১ আসনে বৈধ ৭ ও বাতিল ৮ প্রার্থীর মনোনয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৮:৫০ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ২০:১৪

জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম।

ফরিদপুর: ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৫ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাকি ৮ জনের মনোনয়ন বাতিল করা হয়।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা।

এদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ফরিদপুর-১ আসনের বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের প্রার্থীদের আয়কর বিবরণী, বার্ষিক আয়-ব্যয় হিসাবে গড়মিল ও মামলার তথ্য গোপনসহ সাধারণ ত্রুটির কারণে বিকেল পর্যন্ত আট জনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। পরে ক্রটি সংশোধন করায় ৭ জনকে বৈধ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জামায়াতের প্রার্থী মো. ইলিয়াস মোল্যা, স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাসার খান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মুহাম্মদ খালেদ বিন নাছের ও জাতীয় ঐক্য ফ্রন্টের শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফাতের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী জাতীয় নাগরিক পার্টির জেলা শাখার আহ্বায়ক মো. হাসিবুর রহমান অপু, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, সাংবাদিক আরিফুর রহমান দোলন, মো. শাহাবুদ্দিন আহমেদ, মো. গোলাম কবীর মিয়া, মো. আব্দুর রহমান জিকো ও বিএনপি প্রার্থীর স্ত্রী লায়লা আরজুমান বানু।

এদের ভিতর সাত স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটের সত্যতা না পাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে সর্বশেষ আয়কর রির্টান জমা না থাকায় বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃন্ময় মনোনয়ন বাতিল করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, ‘যেসব প্রার্থীদের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে তাদের বিকেল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। স্থগিত রাখা ৮টি মনোনয়নপত্রের মধ্যে ৭ জনের ত্রুটি সংশোধন গ্রহণযোগ্য হওয়ায় তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর