Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে দুর্ঘটনাকবলিত পর্যটন জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ২১:২৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ২৩:২৮

উদ্ধার হওয়া পর্যটকদের একাংশ।

বাগেরহাট: সুন্দরবনের করমজল এলাকায় দুর্ঘটনাকবলিত পর্যটকবাহী জাহাজ থেকে দেশি-বিদেশি ৪৪ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘গত ১ জানুয়ারি ‘Pirates of Sundarban’ নামক একটি পর্যটকবাহী জাহাজ খুলনা হতে মোট ৪৪ জন পর্যটক নিয়ে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে। পরবর্তীতে ৩ জানুয়ারি রাত সাড়ে ১০ টায় একটি বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী জাহাজটিতে ছিদ্র সৃষ্টি হয়ে দ্রুত পানি প্রবেশ করতে শুরু করে। তৎক্ষণাৎ জাহাজে থাকা একজন পর্যটক বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।’

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া হতে পৃথক দুটি উদ্ধারকারী দল অতিদ্রুত স্পিড বোটযোগে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, এ সময় কোস্ট গার্ড ২ জন চীনা নাগরিক, নারী ও শিশুসহ মোট ২৪ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসে। অপরদিকে, নৌ-পুলিশ আরও ২০ জন পর্যটককে উদ্ধার করে।

তিনি আরও বলেন, ‘নৌপথে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।‘

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর