Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘাটাইলে ভোটকেন্দ্র পরিদর্শনে সহকারী রিটার্নিং কর্মকর্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯

টাঙ্গাইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ উপজেলার মাকড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরগোপিনপুর ফাজিল মাদ্রাসাসহ ধলাপাড়া ইউনিয়নের মোট ৯টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা এ. এম. শামসুজ্জামানসহ নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ইউএনও মো. আবু সাঈদ সাংবাদিকদের বলেন, ভোটাররা যেন উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই এই পরিদর্শন করা হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোটকেন্দ্র আইপি ক্যামেরার আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পর্যায়ক্রমে উপজেলার মোট ১২২টি ভোটকেন্দ্র পরিদর্শন করা হবে।

বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৫

আরো

সম্পর্কিত খবর